যুক্তরাষ্ট্রের আঙ্গিকে নির্বাচন করলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
  © টিবিএম

পাঠ্যক্রমের অংশ হিসেবে 'যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সরকার ও রাজনীতি' বিষয়ক নির্বাচনী সেশনের আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মার্কিন নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক মডেল নির্বাচনের মাধ্যমে তুলে ধরা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা সফলভাবে এ নির্বাচন করেন। 

দুইদিন আগে শুরু হওয়া এই নির্বাচন প্রক্রিয়ায় ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করা হয়। নির্বাচনে রাকিবুল ইসলাম সবুজ রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং মাসুম আলী রিপাবলিকান পার্টি থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এছাড়া, মারুফ হাসান ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী এবং রোহিত ইসলাম ডেমোক্র্যাটিক পার্টি থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হন। 

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ এই নির্বাচনী কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া এবং রাজনৈতিক সচেতনতার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ইমরান হুসাইন'র উপস্থাপনায় একটি ডিবেটের আয়জন করা হয় যেখানে শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক মতামত এবং নির্বাচনী প্ল্যাটফর্ম উপস্থাপন করেন। ডিবেট এবং ভোট গ্রহণের পর, শিক্ষার্থীদের ভোটে মারুফ হাসান ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন। 

সেশনটির শেষে ইমরান হুসাইন বলেন, এ ধরনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনৈতিক বিশ্লেষণের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।

তিনি আরো বলেন, আজকের 'USA Demo Election' সেশনটি একদিকে যেমন শিক্ষার্থীদের রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি করেছে, তেমনি তাদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ, নির্বাচনী প্রক্রিয়ার জ্ঞান এবং রাজনৈতিক সচেতনতা তৈরির এক অসাধারণ সুযোগ তৈরি করেছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।