পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগের বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠিত
- নাজমুল ইসলাম, পাবিপ্রবি;
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ PM
নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের বিদায় ও পুনর্মিলনী। শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ফার্মেসি অ্যাসোসিয়েশন।
শীতকালীন পিঠা উৎসবের আমেজ দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন দিয়ে। নাচ, গান, কৌতুক ও অভিনয়সহ নানা আয়োজনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ক্যাম্পাস জীবনের মধুর স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি সাবেক এই শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় ও ক্যারিয়ার নিয়ে অনুজদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তাদের এই বক্তব্য কখনো হাসির রোল ফেলেছে, কখনো আবেগে আপ্লুত করেছে সবার মন আবার কখনো বাস্তবতার নীরিক্ষে মনোযোগী করে তুলেছে সবাইকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী প্রোডাকশন ম্যানেজার অমিত্রা কুমার পাল, হেড অব কোয়ালিটি অ্যাশিউরেন্স প্রকাশ কুমার মন্ডল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হক।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক। এছাড়া এসময় ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা শাকিলা খান, প্রভাষক মো. আশরাফুল ইসলাম ও আব্দুল আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের সাবেক ও বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে বর্তমানের অধ্যয়নরত প্রায় তিনশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।