টিএসসিতে উচ্চ শব্দের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ নারী শিক্ষার্থীদের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় নিয়মিত উচ্চ শব্দে গান বাজনার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৭ ডিসেম্বর ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়৷
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে যোগ দেন। রিপোর্ট লেখা পর্যন্ত (১০ টা ৪০মিনিট) শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে।
এসময় শিক্ষার্থীদের বিভিন্ন ডিজে গানের সাথে নাচানাচি করতে দেখা যায়। তারা বলছেন, নিয়মিত টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চ শব্দে গান বাজনার কারণে নারী শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, পড়াশোনায় বিঘ্ন ঘটলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের প্রতিবাদ করছেন তারা।