বশেমুরবিপ্রবি রিসার্চ সেন্টারের নতুন পরিচালক ড. মো. শামসুল আরেফিন

বশেমুরবিপ্রবি
  © টিবিএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন। গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পরিচালকের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবে পাঁচজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম সাইফুল ইসলাম, গণিত বিভাগের ড. মো. সুজন আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. আবু সালেহ এবং বায়োটেকনোলজি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের ড. মোহাম্মদ আসলাম।

নিয়োগ পাওয়ার পর ড. মো: শামসুল আরেফিন বলেন, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা এবং এই সেক্টরে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির জন্য চেষ্টা করবো।শিক্ষার্থীদের গবেষণা এবং উদ্ভাবনী মনোভাব গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।