ঢাবি ক্যাম্পাসে ঢুকতে পারছে না বহিরাগত যানবাহন, শিক্ষার্থীদের স্বস্তি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ PM
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ প্রবেশে কড়াকড়ি আরোপ করা। শিক্ষার্থীদের দাবি এতো দিন আশায় গুড়েবালি হলেও এখন তার বাস্তব চিত্র দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে বসানো ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্সগুলো’-তে থাকা দায়িত্বরত প্রক্টরিয়াল টিম এখন বহিরাগত যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন বহিরাগত যানবাহন ঢুকতে দেয়া হচ্ছে না। এতে করে ক্যাম্পাসের ভিতরে এতো দিন ধরে যে অস্বাভাবিক যানজট সৃষ্টি হতো তা আজকে আর চোখে পড়েনি।
তবে মেডিকেলে আগত রোগী কিংবা রোগীর আত্মীয়-স্বজন, অফিসিয়াল কাজে আগতসহ জরুরী নানা প্রয়োজনে যারা আসছেন তাদেরকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস গড়তে আমরা এই কাজ করছি। প্রাথমিকভাবে অনেকের কষ্ট হবে, এজন্য আমরা দুঃখিত।'
তবে জরুরি কাজে আগত কাউকে যাচাই-বাছাই শেষে ভিতরে ঢুকার অনুমতি দেয়া হবে বলে জানান প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। কোন কারণ ছাড়াই যারা আসবেন তাদের প্রবেশ নিষেধ বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তব রুপ পাওয়ায় একে স্বাগত জানাচ্ছেন শিক্ষার্থীরা। অনেকেই প্রশাসনের এমন কাজের সময়ের ‘সেরা উদ্যোগ ’ বলে আখ্যায়িত করেছেন।