পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- পবিপ্রবি প্রতিনিধি, সফিকুল ইসলাম
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ PM
![পবিপ্রবি](https://bangladeshmoments.com/resources/img/article/202412/the_bangladesh_moments_-_2024-12-14T165512.864_-11455.jpg)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি পালন আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং কালো পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ। পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।
পরে একই স্থানে ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো'র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জোহর নামাজ বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর উপস্থিতিতে বুদ্ধিজীবী দিবসে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।