শহীদ আবু সাইদ শুধু একটি নাম নয়, সেই চেতনা যা আমরা ধারণ করি: ববি উপাচার্য
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ PM
শহীদ আবু সাইদ শুধু একটি নাম নয়, শহীদ আবু সাইদ হচ্ছে সেই চেতনা যা আমরা ধারণ করি এবং সেই আইডল যাকে অনুসরণ করেই আসলে এই আন্দোলন সফল হয়েছে বলে মন্তব্য করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আবু সাইদ স্পোর্টস ক্লাব কতৃক আয়োজিত শহিদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, সবসময়ই তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। আমরা আমাদের নিজস্ব যে বৈশিষ্ট্য, সংস্কৃতি আছে যেটাকে আমরা চর্চা করতে চাই। আমাদের দেশে কখনো ভাবা হয়নি আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালা দরকার। এখন সময় এসেছে ভাববার যে আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালার ও প্রয়োজন আছে। এসময় তিনি খেলায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট দেওয়ার বিষয়টিও তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি বলেন, খুব চমৎকার একটা খেলা উপভোগ করলাম। আমি আশা রাখছি, এখন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলাসহ সকল সহশিক্ষা কার্যক্রমগুলোতে আমাদের প্রসাশন পাশে থাকবে। আয়োজকদের কাছে আশা রাখবো তারাও এমন সব আয়োজন অব্যাহত রাখবে।
এসময় তিনি আরো বলেন, যারা জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছে এই বিজয় দিবসে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। তাদের মাধ্যমেই বিজয়ের নতুন স্বাদ পেয়েছি আমরা।
আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বলেন, আমরা প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী শহীদ আবু সাঈদকে ধারণ করতে চাই। সেই লক্ষ্য কে সামনে রেখে আমরা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবো, ইনশাআল্লাহ।
উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও অন্যান্যরা।
বিশ্ববিদ্যালয়টির সিএসই ইনফিনিটি (সিএসই বিভাগ) ও ম্যাথ মাস্টার্স (গণিত বিভাগ) দল দুটির মধ্যেকার ফাইনাল খেলায় বিজয়ী হয় ম্যাথ মাস্টার্স। ফাইনালে বিজয়ী দলের পুরস্কার হিসেবে ছিল একটি খাসি ও রানার্স আপ দলের জন্য দুটি রাঁজহাস। এছাড়া এসময় দলগুলোর মাঝে "৩৬ শে জুলাই" লেখা সম্বলিত জার্সিও বিতরণ করা হয়।