যবিপ্রবির সামাজিক সংগঠন ' উন্নত মম শির ' এর শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন
- যবিপ্রবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ PM
![যবিপ্রবি](https://bangladeshmoments.com/resources/img/article/202412/N_-_2024-12-28T220338.981_-12804.jpg)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( যবিপ্রবি) একমাত্র সামাজিক সংগঠন " উন্নত মম শির, যবিপ্রবি " শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করছে। গত কয়েকদিন ধরে দফায় দফায় যশোরের বিভিন্ন স্থানে গভীর রাতে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করছে বলে জানা যায়।
গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে বিশেষ করে যারা রাস্তায় রাত্রি যাপন করে সেই সমস্থ শীতার্ত মানুষের গায়ের উপর একটু গরম কাপড় ছড়িয়ে দিচ্ছে উন্নত মম শিরের ভলেন্টিয়ারসরা।প্রাথমিক ভাবে কম্বল বিতরণ করছে বলে জানান উন্নত মম শির এর সদস্যবৃন্দ।
" উন্নত মম শির, যবিপ্রবি " এর আহ্বায়ক মো. মাসুম বিল্লা জানান, শীত আমাদের সবার জন্য সহজ নয়, বিশেষ করে যারা খোলা আকাশের নিচে রাত কাটান। সমাজের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই গভীর রাতের এই উদ্যোগের মাধ্যমে আমরা শীতার্তদের মাঝে গরম কাপড় ও কম্বল বিতরণ করছি।
আমাদের লক্ষ্য হচ্ছে, যাদের শীত নিবারণের কোনো উপায় নেই, তাদের কিছুটা উষ্ণতা পৌঁছে দেওয়া। এই উদ্যোগ সফল করতে আমাদের সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীগন সহযোগিতা করেছেন।