ঢাবিতে ছাত্রদলের কম্বল বিতরণ
- ঢাবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের (একাংশ) উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ( ২৮ ডিসেম্বর ) দিবাগত রাতে সংগঠনের একদল নেতা-কর্মী এ কার্যক্রম পরিচালনা করেন। এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের হলের ক্যান্টিন কর্মচারী, হলের স্টাফ, ক্যাম্পাসের বিভিন্ন দোকানের কর্মচারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, আব্দুল জলিল আমিনুল, কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রনেতা সাগর, সদস্য- আলম বাদশা, আব্দুর রউফ, রাসেল রানা, নাজমুল ইসলাম, রাহাত ওমর ফারুক, জিয়া হল ছাত্রদলের সামির সাদিক, এস এম হল আসিফ ও মাহফুজ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতারা জানান, শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার লক্ষ্যে তারা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।