রাজনীতি নিষিদ্ধ ঘোষিত বেরোবিতে ছাত্রদলের শোডাউন
- বেরোবি প্রতিনিধি:
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:০১ AM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১০৮ তম সিন্ডিকেটে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রকাশ্য ছাত্রদল শোডাউন দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট চলতেছে।এই সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা দেওয়া কথা।কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে এখনেই ছাত্রসংসদ নির্বাচন চাচ্ছে না।তাই তারা এই ছাত্রসংসদ নির্বাচন কে আওয়ামী দোষর দের ষড়যন্ত্র বলে মনে করতেছেন।তবে সাধারণ শিক্ষার্থীরা মনে করতেছেন যে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ও প্রক্টরের পরোক্ষ মদদে ছাত্রদল ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালানো সুযোগ পাচ্ছে ছাত্রদল এবং তাদের কে বিভিন্ন ভাবে সহায়তা করতেছেন বলে অনেকে অভিযোগ করেন।তারা বলেন ছাত্রদলের এক নেতার সাথে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে কম্বল বিতরণ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আল আমিন ইসলাম বলেন, আমরা শোডাউন দেইনি। উপাচার্য মহোদয়ের সাথে আজকের বিষয় নিয়ে সাক্ষাৎ শেষে ক্যাম্পাস থেকে বেড় হওয়ার সময়ের ভিডিও এটি।কেউ ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইলে তা প্রতিরোধের জন্য ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।আল্টিমেটামকারীদের সাথে কোনো সাধারণ শিক্ষার্থী নেই।কিছুদিন আগে ক্যাম্পাসে সম্বয়কদের সাধারণ শিক্ষার্থীরা লিখিতভাবে অবাঞ্চিত ঘোষনা করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো:ফেরদৌস রহমান কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,শিক্ষার্থীরা যদি লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা বিষয় টা দেখব।আমরা গতকাল মিটিং করেছি এবং মিটিং এ সকল ধরনের কর্মকর্তা, কর্মচারীদের প্রতিনিধিদের নিয়ে বসেছি সেখানে ছাত্রসংসদ নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন হবে না বলে আনরা সিদ্ধান্ত নিয়েছি।