পোষ্য কোটা পুনর্বহালের দাবি 'রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি'
- রাবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন।বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পূর্ণদিবস কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত। অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন- আজকের পূর্ণদিবস কর্মসূচি আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য, ২৪শে বৈষম্য বিরোধী আন্দোলনে কি আমরা অংশ গ্রহণ করিনি তাহলে আমরা কেনো বৈষম্যের শিকার হবো। এই কোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা- কর্মচারীর প্রাতিষ্ঠানিক সুবিধা। বহু বছর ধরে ধারাবাহিক ভাবে এই সুবিধা আমরা পাচ্ছি। শুধু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একা নয় বরং সব বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছে। আমাদের ন্যায্য সুবিধা হরণ করতে গত ২ই জানুয়ারী বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনে তালা দেয় ছাত্র নামে কিছু গুন্ডা ও বহিরাগতরা। আমাদেরকে জিম্মি করে রাখে সাড়া দিন। বের হওয়ার অনুরোধ করলে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাদের উপর ঠান্ডা পানি নিক্ষেপ করে। অসুস্থ ও বৃদ্ধ কারোকে ছার দেয় নি তারা। প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তাদের উপর বন্দুকের নল ঢেকিয়ে বাতিল করে আমাদের সুবিধা। যা খুবই নেক্কারজনক ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দ্রা জানাই। আমরা কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি যার ফলাফল স্বরূপ আমাদের এই প্রাতিষ্ঠানিক সুবিধা রাখা দরকার। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদের ন্যায্য দাবী প্রাতিষ্ঠানিক সুবিধা যেন ফিরিয়ে দেওয়া হয়। প্রতিবাদের অংশ হিসাবে আজকের পূর্ণদিবস কর্মসূচি।
এর আগে, গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হয়। এতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং গত সোমবার এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং তাদের দাবির কোনো আশ্বাস না পেয়ে ৩ দিনের কর্মবিরুতির কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ- যে প্রশাসনিক সকল কর্মকর্তা-কর্মচারীরা এবং পূর্ণদিবস কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা সহ প্রায় ৩০০জন