সপ্তমবার পেপার সাবমিট করেও বরাদ্দ পাইনি: রবি উপাচার্য

রবি
  © ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার বলেছেন, সরকার আমাদের বরাদ্দের ব্যবস্থা করে দিক না হলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিক। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। বসার জায়গা নাই। ক্যাম্পাসের অভাবে পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। সপ্তমবারেও পেপার সাবমিট করে আমরা বরাদ্দ পাইনি। তারা যেভাবে বলেছে আমরা সেভাবেই পেপার সাবমিট করেছি।  

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। আর শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে আন্দোলন করছে। 

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টানা কয়েকদিন ধরে উত্তাল রবীন্দ বিশ্ববিদ্যালয়। কয়েক দফায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, প্রতিষ্ঠার দীর্ঘ ৮ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। 

চলমান আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকালে সকল অ্যাকাডেমিক ভবনে তালা লাগায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরের দিন সকল ক্লাস, পরীক্ষা বর্জন করে তারা। 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই স্থায়ী ক্যাম্পাসের প্রতি সোচ্চার হয় শিক্ষার্থীরা। গত বছরের ১৮ নভেম্বর মানববন্ধন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিলেও কোন পদক্ষেপ না নেওয়ায় পুনরায় ১৮ ডিসেম্বর মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে শুরু হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। স্থানীয় দুটি কলেজের ভবন ও একটি ভাড়া করা ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। যেখানে শ্রেণি কক্ষ সংকটে একই কক্ষে চলছে ছয় ব্যাচের ক্লাস।

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ই মে ২০১৫ তারিখে মন্ত্রী সভার বৈঠকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন,২০১৫'-এর খসড়া অনুমোদন পাওয়ার পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ''রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।"