ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত; ছাত্রদল-শিবিরের হেল্প ডেস্ক

ঢাবি
  © সংগৃহীত

অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী। এ সময় যখন ক্যাম্পাসে এসে পরীক্ষার্থীরা তাদের সিট বা পরীক্ষার হল খুঁজে পাচ্ছে না ঠিক তখনি পাশ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঢাবির শিক্ষার্থীরা। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা।

শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন ভর্তিচ্ছুদের সহায়তায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক বসিয়েছে। নেতাকর্মীরা এ সময় পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী ভর্তিচ্ছুদের হাতে তুলে দিয়েছেন।

আজ শনিবার (২৫ জানুয়ারি) ঢাবি ক্যাম্পাসে এমন চিত্র দেখা গেছে।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ঘুরে ঘুরে তাদের নেতাকর্মীদের কাজের তত্ত্বাবধান করেন।

ছাত্র শিবিরের হেল্প ডেস্কে গিয়ে দেখা যায় পানি, স্যালাইন, কলম, ফাইলসহ বিভিন্ন সামগ্রী তারা শিক্ষার্থীদের উপহার দিচ্ছেন। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিমও আছে তাদের সঙ্গে। একই সঙ্গে তথ্য সহায়তা কেন্দ্রের পেছনেই ব্যবস্থা করা হয়েছে অভিভাবকদের বসার।

এ সময় ঢাবি ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানের দেখাও মিলল স্বেচ্ছাসেবকদের সঙ্গে।

এর বাইরেও বিভিন্ন বিভাগীয়, জেলা এমনকি উপজেলা ছাত্রকল্যাণ সমিতিগুলো পৃথকভাবে সহায়তা কেন্দ্র স্থাপন করেছে ক্যাম্পাসজুড়ে।

প্রসঙ্গত, দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ঢাবি ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কলা ভবন কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ভর্তিুচ্ছ শিক্ষার্থীরা। তাদেরকে তল্লাশি শেষে একে একে ঢুকতে দেওয়া হচ্ছে। বাইরে বিভিন্ন স্থানে বসে বা দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছেন অভিভাবকরা। অনেকে গল্পে মশগুল। কারও কারও মুখে চিন্তার ছাপ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে।