যবিপ্রবিতে 'এন্টি ড্রাগ সোসাইটির' সচেতনতামূলক র্যালি
- যবিপ্রবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:০৭ PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবসে সচেতনতামূলক লিফলেট বিতরণ, র্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের ক্লাব 'এন্টি ড্রাগ সোসাইটি।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় দিবসের পিঠা ও আলপনা উৎসবের সময় মাদকসেবনের ক্ষতিকারক দিক উল্লেখ করে লিফলেট বিতরণ করেন এন্টি ড্রাগ সোসাইটির সদস্যরা। পরবর্তীতে দুপুর ১:৪৫ মিনিটে যবিপ্রবির প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত র্যালি করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
এসময় এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি সুমন আলী বলেন, বেশিরভাগ নেশা ধূমপান থেকে শুরু হয়, তাই ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাই, প্রকাশ্যে ধূমপানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। পাশাপাশি, প্রক্টর ও হল প্রভোস্ট মহোদয়দের প্রতি আহ্বান জানাই হলে মাদক ও ধূমপানবিরোধী অভিযান চালানোর জন্য।
সংক্ষিপ্ত বক্তব্যে উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক আরমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও খেলাধুলায় উন্নত হলেও মাদক ও অশ্লীলতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের প্রতিষ্ঠানের সুনাম ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ববিদ্যালয় দিবসে আমরা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেছি। তবে, শুধু এন্টি ড্রাগ সোসাইটির প্রচেষ্টা যথেষ্ট নয়, সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আমরা প্রশাসনকে অনুরোধ জানাই মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং শিক্ষকদের প্রতি আহ্বান জানাই কোর্সের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করতে। সাধারণ শিক্ষার্থীদের বলব, আপনাদের সচেতনতাই মাদক নির্মূলে প্রধান ভূমিকা রাখতে পারে।