খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন রবি'র উপ-উপাচার্য

রবীন্দ্র
  © ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। 

গতকাল (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির পরিচালক ড. মোঃ সুলতান মাহমুদ ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ১৭(ছ) উপ-ধারা অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর প্রতিনিধি হিসেবে আপনাকে আগামী ০২ (দুই) বছরের জন্য 'খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি' এর 'সিন্ডিকেট সদস্য' মনোনয়ন প্রদান করা হলো। কমিশনের প্রত্যাশা আপনার অনবদ্য ভূমিকা এবং সুযোগ্য নেতৃত্বে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়টি সঠিক ও বাস্তবমুখী দিক নির্দেশনা পেতে সক্ষম হবে। উল্লেখ্য যে, কমিশন মনোনীত সিন্ডিকেট সদস্য এর দায়িত্ব পালনকালে উক্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন/খণ্ডকালীন শিক্ষক/উপদেষ্টা অথবা অন্য কোনো লাভজনক ভূমিকায় সম্পৃক্ত হওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এবং সিন্ডিকেট পরিচালনার নিয়মাবলী এতদসঙ্গে প্রেরণ করা হলো। সিন্ডিকেট সদস্য মনোনয়নে আপনার অসমাতি থাকলে কমিশনকে লিখিতভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

এবিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, ইউজিসি আমাকে খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য মনোনীত করেছেন। আমি বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে কম জানি; বিস্তারিত জানতে হবে।