নতুন ৫ দাবি তুলে ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ PM

সাত কলেজের শিক্ষার্থীরা সরকারের কাছ থেকে সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের গঠনের আশ্বাস পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে তারা আরও ৫টি নতুন দাবি তুলেছেন। এছাড়া পূর্ব ঘোষিত ছয় দফা দাবি পূর্ণ না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করার আল্টিমেটাম দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, তারা ঢাবির অধীনে চরম ভোগান্তিতে ছিলেন এবং তাদের দাবি সরকারের কাছে যথাযথভাবে পৌঁছাতে পেরেছেন। সরকার তাদের দাবির যৌক্তিকতা বুঝতে পেরেছে এবং সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। এজন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে তারা জানায়, ঘোষিত ছয় দফা দাবির মধ্যে মাত্র একটি পূর্ণ হয়েছে, বাকি দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তাই তারা ২৪ ঘণ্টার মধ্যে বাকি দাবিগুলোর বাস্তবায়ন দাবি করছেন, না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের নতুন পাঁচ দফা দাবি হলো:
১. শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করবে। ২. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে। ৩. সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে। ৪. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই চলমান সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হবে। ৫. সাত কলেজের চলমান সংকট নিরসনে আগামী দুই দিনের মধ্যে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বিশেষজ্ঞ কমিটি, শিক্ষা মন্ত্রণালয় এবং সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে টেবিল টক আয়োজন করা হবে।
এর আগে, শিক্ষার্থীরা নিউমার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সাত কলেজের সামনে দিয়ে চলাচল নিষিদ্ধ করার কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল। তবে তারা জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূর্ণ না হলে কঠোর কর্মসূচি নেয়া হবে।