তেঁতুলিয়ায তিনদিন পর ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা; বইছে মৃদু শৈত প্রবাহ
- জুলহাস উদ্দীন , তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৩২ AM

উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় কনকনে ঠান্ডা ও কুয়াশাকে ভেদ করে সকালে দেখা মিলছে সূর্যের।কয়েকদিন ধরে একোয় ঘরে তাপমাত্রা আবহাওয়ার পর এমন পরিবেশে স্বস্তি ফিরেছে পেয়েছে কৃষক শ্রমিকদের মাঝে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.১ ডিগ্রি এবং সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস বতাসের আদ্রতা ৯৯ শতাংশ ছিল।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কনকনে শীতের অনুভূতি থাকলেও রোদে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। সাঝ সকালেই কাজে যেতে দেখা গেছে নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রমজীবি মানুষদের।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,গত কিয়দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগি এবং সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস বতাসের আদ্রতা ৯৭ শতাংশ।