কুবি জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ

কুবি
  © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার (২৭ জানুয়ারি) রাতে কুমিল্লা রেলস্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণকৃত শীত বস্ত্রের মধ্যে ছিল নানা ধরনের কাপড়, জ্যাকেট, কম্বল, সুয়েটার, জিন্স প্যান্ট এবং চাদর।

এবিষয় অ্যাসোসিয়েশনটির সভাপতি মো. মুহসিন জামিল বলেন, 'জালালাবাদ অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার জায়গা থেকে সবসময় কাজ করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সদস্যদের দের প্রচেষ্ঠায় বিভিন্ন মাধ্যমে শীতবস্ত্র সংগ্রহ করে সাধ্যমতো তা বিতরণ করা হয়েছে। আমি প্রত্যাশ্যা করি অদূর ভবিষ্যতে ও যে কোনো ইতিবাচক কার্যক্রমে সংগঠনটি সর্বদা যুক্ত থাকবে।'