পঞ্চম দিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

তিতুমীর
  © সংগৃহীত

রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন করছে। তাদের এই আন্দোলন পঞ্চম দিনে প্রবাহিত হয়েছে। এতে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হলেও তারা দাবি আদায়ে দৃঢ় অবস্থানে রয়েছেন।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের ৭ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলি হল:

১. তিতুমীর কলেজকে একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা। ২. তিতুমীর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। ৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, অথবা শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করা। ৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি বিষয় সংযোজন করা। ৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য পিএইচডি ধারী শিক্ষক নিয়োগ দেওয়া। ৬. শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য আসন সংখ্যা সীমিত করা। ৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।

এছাড়া, আন্দোলনরত শিক্ষার্থীরা গত শনিবার রাতে গুলশানের সড়ক অবরোধ করেন। এতে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।