তিতুমীরের সামনের রাস্তা আটকে দিল শিক্ষার্থীরা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ PM
-10255.jpg)
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের আমরণ অনশন পঞ্চম দিনে পৌঁছেছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা কলেজের সামনে দুটি রাস্তা বাঁশ দিয়ে আটকে দিয়েছেন।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তারা রাস্তা অবরোধ শুরু করেন, যার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে স্লোগান দিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। রাস্তা বন্ধ করার পর কিছু যাত্রী তাদের দাবি মেনে নিতে বললেও শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে, ২ ফেব্রুয়ারি বেলা ১১টা পর্যন্ত ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবির কথা জানিয়েছেন এবং বলেছেন, যতক্ষণ এই দাবিগুলোর সমাধান না হবে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।
তাদের দাবিগুলো হলো:
১. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ২. বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম চালাতে হবে। ৩. সকল শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে অথবা আবাসিক খরচ বহন করতে হবে। ৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানের আইন ও জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। ৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য পিএইচডি শিক্ষক নিয়োগ দিতে হবে। ৬. শিক্ষার গুণগত মান উন্নত করতে আসন সংখ্যা সীমিত করতে হবে। ৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে।
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন এবং তারা বিভিন্ন উপায়ে তাদের দাবি তুলেছেন।