ঢাবিতে হিজাব বিষয়ক সেমিনার
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ AM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ AM
-10346.jpg)
প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব ফোবিয়া দূর করতে এবং হিজাবের প্রতি নারী শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে নারী শিক্ষার্থীদের হিজাবের ধর্মীয় গুরুত্ব ও সামাজিক নিরাপত্তায় হিজাবের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব ও বিভাগের ১০০তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ‘হিজাব: সাহস, ঐতিহ্য ও আধুনিকতার সংযোগ’ উপপাদ্যকে সামনে রেখে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচনার পাশাপাশি আগত নারী শিক্ষার্থীদের মধ্যে হিজাব বিতরণ করা হয়। এছাড়াও সেমিনারে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সেমিনারে ‘হিজাব ও প্রগতিশীলতা: অতীত ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা করেন লেখক ও গবেষক ড. সাজেদা হোমায়রা। যার মূল বিষয় ছিল- ‘হিজাব প্রগতির অন্তরায় নয়’।
আগত শিক্ষার্থীদের বিভিন্ন সমসাময়িক প্রশ্নের উত্তর জানার জন্য প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তফা মঞ্জুর। তিনি কুরআন হাদিসের উদ্ধৃতির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামছুল আলম বলেন, হিজাব নারী অহংকার, সম্মান ও মর্যাদার প্রতীক। শুধু ধর্মীয় না বরং সামাজিক সুরক্ষায়ও হিজাবের গুরুত্ব অনেক। এমন সেমিনার যেন নিয়মিত হয় এবং নন হিজাবি মেয়েরাও যেন এমন সেমিনারে অংশ নেয় সে বিষয়ে তিনি গুরুত্ব প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ বলেন, আমার বিভাগের শিক্ষার্থীরা এমন সুন্দর একটি সেমিনার আয়োজন করেছে যা দেখে আমি আনন্দিত ও গর্বিত। আমি তাদের ধন্যবাদ জানাই। আমি আমার শিক্ষার্থীদের বলব তারা যেন তাদের হিজাব ও শালীনতার প্রতি আরও মনোযোগী হয় এবং অন্যদের হিজাব পড়তে উৎসাহিত করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি। তিনি হিজাব সম্পর্কে নিজের অভিজ্ঞতা বর্ণনাপূর্বক হিজাব সম্পর্কে আল কুরআনের বিভিন্ন দলিল পেশ করেন। এছাড়াও তিনি হিজাব পরিধানের কারণে শিক্ষার্থীদের সাথে করা বৈষম্য-বুলিং-এর নিন্দা জানান এবং এসব বুলিং-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী হওয়ার আহ্বান জানান।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাছাড়া, সেমিনারে বেশ কয়েকজন অমুসলিম নারী শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।