পাবিপ্রবিতে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

পাবিপ্রবি
  © টিবিএম ফটো

"স্বকীয়তায় ঐক্যবদ্ধ" প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যান্সার সচেতনতা ও গবেষণা সংস্থা "ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ(সিসিআরটিবি)" কতৃক দেশব্যাপী "রিলে ফর লাইফ" বা "আশার দৌড়" এর অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি ক্যান্সার সচেতনতামূলক পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। তারপর সেখানে ক্যান্সার সচেতনায় লিফলেট বিতরণ করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি ড. শরিফুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা শাকিলা খান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম এবং মো. আব্দুল আলী ভূঁইয়া। 

এসময় বিশ্ববিদ্যালয়ের সিসিআরটিবি'র সমন্বয়ক নাজমুল ইসলাম, সংগঠনটির স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।