৬ মাস অনুপস্থিতিতে কুবির সেকশন অফিসারের বেতন-ভাতা বন্ধ
- কুবি প্রতিনিধি:
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ PM

দীর্ঘ ছয় মাস যাবৎ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ এর বেতন ভাতা বন্ধ করেছে প্রশাসন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, '৫ই আগস্টের পরে সে আর কাজে আসেনি। জানুয়ারি মাস থেকে তার বেতন-ভাতা বন্ধ করা হয়েছে।'
এর আগে, গত ১৬ জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে অনুপস্থিতির জবাব চেয়ে গত ২৩ অক্টোবর নোটিশ দেওয়া হয়। ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলেও মাজেদ জবাব দেননি। পরবর্তীতে গত ০৩ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেটারও কোনো জবাব না পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেখানে আহ্বায়ক হিসেবে ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সদস্য হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ এবং সদস্য সচিব হিসেবে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক এস. এম. মাহমুদুল হক।
উল্লেখ্য, রেজাউল ইসলাম মাজেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।