ইবির বায়োমেড ইনোভেটস ক্লাবের নতুন কমিটি গঠন

ইবি
  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগে বায়োমেড ইনোভেটস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজার রহমান সাকিল এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াকুব আলী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের ৫৯তম একাডেমিক কমিটির মিটিংয়ে নতুন এ ক্লাবের অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খান মুনির, সাংগঠনিক সম্পাদক ইসমাতুল ফেরদৌস লিভা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাশরুর আলম কাব্য, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-অর্থ সম্পাদক আফ্রা আনজুম জেরিন, অফিস সম্পাদক অনিত চাকমা শুভ্র, প্রচার সম্পাদক মিনহাজুর রহমান মাহিন, গবেষণা বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, ক্রিয়া বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুরাইয়া সুলতানা অনিকা। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আসিফ সিদ্দিকী জিম, সেলিম খান, লাবিব রহমান, সায়েম হোসেন, সুমাইয়া আক্তার দায়িত্ব পালন করবেন। 

সংগঠনটির সহ-সভাপতি মাহফুজার রহমান বলেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৯তম একাডেমিক মিটিং এর মাধ্যমে 'বায়োমেড ইনোভেটস' ক্লাবটির যাত্রা শুরু, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আজকের এই আয়োজনটি আমাদের বিভাগের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। বায়োমেড ইনোভেটস ক্লাবের উদ্দেশ্য হলো বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ধারণা, প্রযুক্তি এবং উদ্ভাবনাকে একত্রিত করে ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীলতা ও নতুন চিন্তার বিকাশ ঘটানো। এই ক্লাবের মাধ্যমে ছাত্ররা তাদের পড়াশোনার সাথে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জন করতে পারবে, এবং ক্লাবটি তাদের বৈজ্ঞানিক গবেষণা, প্রকল্প এবং উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

সংগঠনটির নব মনোনিত সভাপতি ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন,"বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের সকল কার্যক্রম যদি ক্লাবের মাধ্যমে করা যায় তাহলে সকল শিক্ষার্থীদের নিয়ে আরো সহজভাবে এবং সবার উপস্হিতিতে ভালোভাবে কাজগুলো সম্পন্ন করা যাবে। বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগ রিসার্চের দিকে বেশ অগ্রণী ভূমিকা পালন করতেছে। সেক্ষেত্রে ক্লাবের মাধ্যমে আমরা যদি সকল শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে পারি তাহলে রিসার্চ এর দিকে আরো বেশী অগ্রণী ভূমিকা রাখতে পারবে। এছাড়াও খেলাধূলাসহ বিভিন্ন কার্যক্রম ক্লাব এর মাধ্যমে করা যেতে পারে।"