রবির আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন
- হাবিবুর রহমান, রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ PM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাডমিন্টনে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার ড. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
গ্রান্ড ফাইনালে অর্থনীতি বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগ মুখোমুখি হয় এবং অর্থনীতি বিভাগ জয় লাভ করে এবং মেয়েদের দাবায় অর্থনীতি বিভাগের মুখোমুখি হয়ে ম্যানেজমেন্ট বিভাগ জয় লাভ করে। পরে চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ১৯ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগ অংশগ্রহণ করে।