রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নবগঠিত পরিষদের অভিষেক

রবীন্দ্র
  © সংগৃহীত

লিডারশিপ ইনএগুরেশন অনুষ্ঠান আয়োজন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অভিষেক করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ২০২৪-২৫ বর্ষের নবগঠিত কমিটি। এসময় সাবেক কমিটির পক্ষে সভাপতি সাব্বির হোসাইন নবগঠিত পরিষদকে দায়িত্ব হস্তান্তর করেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ৩ এ এই আয়োজন করে সংগঠনটি। এতে সংগঠনটির নবগঠিত পরিষদের প্রেসিডেনশিয়াল বডি, গভর্নিং বডি ও এক্সিকিউটিভ বডির সদস্যদের যোগদান পত্র প্রদানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়। একইসাথে সদ্যসাবেক সভাপতি মো: সাব্বির হোসাইনের সাইনিং আউট অনুষ্ঠান আয়োজন করা হয়।

জানা যায়,  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউবিসিসি) কার্যক্রমের অগ্রগতি বজায় রাখতে ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য বিগত ৪ঠা ফেব্রুয়ারী কার্যকরী পরিষদ গঠন করেছে। এতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ফায়েজুর রহমান ও জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের মো: আব্দুল্লাহ আল মনির। কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভগণের পাশাপাশি কার্যনির্বাহী পরিষদে আরও রয়েছেন, “সৌরভ শিকদার (ভাইস প্রেসিডেন্ট), মো: মিজানুর রহমান (ভাইস প্রেসিডেন্ট), মো: ওমর ফারুক সরকার (জয়েন্ট সেক্রেটারি), লিমন মিয়া (জয়েন্ট সেক্রেটারি), মো: তানজিরুল ইসলাম শান্ত (জয়েন্ট সেক্রেটারি),  মো: সাকিব আল হাসান (ট্রেজারার), সাবরিয়া তালাত (হেড অব অপারেশনস), মো: লুৎফর রহমান (হেড অব ক্রিয়েটিভ),  মো: সোহানুর রহমান সজীব (হেড অব এইচ আর এন্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট),  সুমাইয়া আফশিন (হেড অব ব্র‍্যান্ডিং এন্ড প্রমোশন), মোছা: সুরাইয়া খাতুন (হেড অব আইটি), সাদমান সাফায়েত সিফাত (হেড অব ডকুমেন্টশন)।

অনুষ্ঠানে সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ ক্লাবের ভবিষ্যত কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য বিভিন্ন পরিকল্পনা ও মতামত জানান। পপরবর্তীতে সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি আরইউবিসিসির বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ে খসড়া উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির এডভাইজর ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার। এসময় তিনি নবগঠিত পরিষদকে শুভকামনা ও পরবর্তী দিনে সফলতার সাথে কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।