যবিপ্রবিতে বিনা অনুমতিতে সব ধরণের মিছিল-সমাবেশ নিষিদ্ধ
- যবিপ্রবি প্রতিনিধি :
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ AM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ AM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষা ও গবেষণার পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে বজায় রাখা, শান্তি-শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিনা অনুমতিতে সকল ধরনের মিছিল, মিটিং, সভা, সমাবেশ ও গণজমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আমজাদ হোসেন ড. ইঞ্জ. স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঘটে যাওয়া এক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে বজায় রাখা, শান্তি-শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা অনুমতিতে কোনো ধরনের মিছিল, মিটিং, সভা, সমাবেশ ও গণজমায়েত করা যাবে না। উক্ত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘Rules of Discipline for Students’ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত শুক্রবার রাতে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ আরো কয়েকজন আহত হয়