শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে রাবিতে MBXT এর যাত্রা শুরু
- রাবি প্রতিনিধি:
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের গবেষণামূখী করে তোলা এবং গবেষণায় প্রয়োজনীয় সকল সহযোগীতা করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে Association of Microbiology, Biotechnology and XT (MBXT)। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক গবেষণা ক্লাব, যা শিক্ষার্থীদের গবেষণায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং গবেষণামুখী শিক্ষার প্রসার ঘটাবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির ২৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী সঞ্জয় কুমার মুখার্জি, সাধারণ সম্পাদক হয়েছেন মো. রবিউল ইসলাম, এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে ড. মো: গোলবার হোসেন বলেন, বর্তমানে শিক্ষার্থীদের গবেষণা প্রয়োজনীয় উৎস এবং শিক্ষার্থীদের গবেষণামূখী করবে এই ক্লাব।
এই ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ক্লাবের প্রতিষ্ঠাতা ড. মো: ফারুক হাসান বলেন, তরুণদের এবং আগ্রহী গবেষকদের উৎসাহী করা, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি সহ অন্যান্য ক্ষেত্রের দেশ এবং বিদেশের গবেষকদের সহযোগে নতুন এক গবেষণার দ্বার উন্মুক্ত করা, এবং তরুণদের গবেষণা সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সহায়তা করাই এই ক্লাবের উদ্দেশ্য।
তিনি আরো বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠান যার মূল লক্ষ্যই গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এবং রিসার্চ কন্সেপ্ট, রিসার্চ মেথডলজি, প্লেজারিজম চেকিং সহ আগ্রহীদের গবেষণা প্রয়োজনীয় সকল ক্ষেত্রে সর্বাত্মক সহযোগীতা প্রদান করা।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক। ক্লাবের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিশ্বনাথ শিকদার এবং অমিত কুমার দত্ত। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Career Counselling and Development Centre(CCDC) এর সহযোগী পরিচালক ড. মো: গোলবার হোসেন। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মো: ফারুক হাসান।
উল্লেখ্য, MBXT ক্লাব শিক্ষার্থীদের জন্য গবেষণার সহায়ক এবং গবেষণায় তরুণদের আগ্রহী করে তুলবে এমন আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা