স্বৈরাচারীর দোসর
ড. সাইফুলকে প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে যবিপ্রবিতে মশাল প্রজ্বলন ও গণথুথু কর্মসূচী
- যবিপ্রবি প্রতিনিধি :
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ AM

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে স্বৈরাচারীর দোসর ড.সাইফুল কে প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে মশাল প্রজ্বলন ও গণথুথু কর্মসূচী পালন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
স্বৈরাচার শেখ হাসিনার দোসর ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের স্বামী অধ্যাপক ডক্টর এফ এম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রো-ভিসি বানানোর চেষ্টা চলছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা যায়। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা এবং ক্রপ বোটানি এন্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের শিক্ষক।
জানা যায় ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিলেন। যার পুরস্কার স্বরূপ পরবর্তীতে তাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। চাকুরী শেষে আবারো পুরুস্কার হিসেবে শেখ হাসিনা তাকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন। জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই গত বছরের ৮ অক্টোবর ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে ড. মোছাম্মৎ নাজমানারা খানুমকে পিএসসির সদস্য থেকে বরখাস্ত করে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী শাসন আমলে ২০১২ সালে স্ত্রী ড. নাজমানারা খানুমের লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন ড. সাইফুল। তিনি সিকৃবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গনতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা ছিলেন। আওয়ামী পন্থী শিক্ষকদের প্যানেল থেকে দুই দুইবার সিকৃবির সিন্ডিকেট সদস্য (২০১৪-১৬ ও ২০২২-২৪ সাল) নির্বাচিত হন তিনি। এছাড়াও ২০১৫-২০১৭ সালে কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন ড. সাইফুল।
উপ-উপাচার্য হিসেবে ডক্টর সাইফুলের নাম প্রস্তাব হওয়ায় যবিপ্রবতে নানা আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছে কোন ফ্যাসিস্ট ও তার সহযোগীদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না।