গোবিপ্রবিতে সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
- বশেমুরবিপ্রবি:
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের নিরুপম দে অর্নব এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একই সেশনের নিরোজ সূত্রধর নিলয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈকত দেব, মাহদী হাসান তাহমিদ, নুরুল হাসান রাহী, মাহবুবুল ইসলাম এবং আরশাদুল হক মুবিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফরহাদ আজিজ, বিষ্ণু রুদ্র পাল শান্ত, রুহুল আমিন চকদার, মোহাম্মদ তোফাজ্জল মিয়া, নুরজাহান বেগম ফিজা এবং অজয় শীল।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম নয়ন, শামসুল ইসলাম রিয়াজ, আশিস সূত্রধর, প্রান্ত সরকার, প্রান্ত নিরুপম দে, সাজিদুর রহমান, তাহমিনা আক্তার আঁখি এবং প্রজ্জা পারমিতা। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু হাসনাত সানি এবং উপ-অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন নয়ন দেব।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ নাফিজ আলম, উপ-প্রচার সম্পাদক হিমেল দাশ, দপ্তর সম্পাদক মুহাম্মদ উজ্জ্বল, উপ-দপ্তর সম্পাদক অভিষেক দত্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ মুহম্মদ সুমন মিয়া এবং উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ফৌজিয়া তাবাসসুম মুন।
ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান রাজু, উপ-ক্রীড়া সম্পাদক তুষার রঞ্জন দাস রবিন। ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন আকতার হোসেন এবং উপ-ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান। ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন সাদিয়া রহমান এবং উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক কেয়া আক্তার।
ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ খুকন তালুকদার, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আল রাব্বি নাহিন। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন সৌরভ দেব এবং উপ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন ঐশ্বরী তালুকদার।
এছাড়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দেবজিত দাস, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফারিহা জান্নতা, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন রাব্বি, উপ-বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার সনি, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরিফ পাঠান এবং উপ-প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে সাদিয়া চৌধুরী ইমু দায়িত্ব পেয়েছেন।
পরিবেশ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপ-পরিবেশ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হয়েছেন বিনতে সালিম মাহি। সমাজসেবা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুষার এবং উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহিদুল ইসলাম খান মাহি।
কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ মোস্তফা তামিম, ইয়াসমিন জামান, মোহাম্মদ সাইফ উদ্দিন, অনুপম তালুকদার, অনিক দাস, মাসুমা আক্তার চাঁদনী, মীর আবু কায়সার, আবজাল, নিপা সূত্রধর, সুস্মিতা দাস বন্যা, নাইম ইসলাম ও অন্তর।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিরোজ সূত্রধর নিলয় বলেন, "আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টাসহ পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি, আমাকে এই পদে নির্বাচিত করায়। আমাদের সংগঠনটি একটি পরিবার, যেখানে সিনিয়র, জুনিয়র ও ব্যাচমেট সবাই একসঙ্গে কাজ করে। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো এবং আশা করি সংগঠনের সদস্যরা সবসময় আমার পাশে থাকবেন।"
নবনির্বাচিত সভাপতি নিরুপম দে অর্নব বলেন, "আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্য পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ। সবার সহযোগিতায় আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদের প্রধান লক্ষ্য ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করা, এবং আমরা সবসময় সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আশাবাদী, সবাই আমাদের পাশে থাকবে।"