নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের ঐক্য পরিষদ গঠন
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনকে সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে 'কর্মকর্তা ঐক্য পরিষদ' গঠিত হয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবির। কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কলা অনুষদের সহকারী রেজিস্টার মোহাম্মদ আমিনুল হক। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. এনামুল হক।
এছাড়াও নতুন আহ্বায়ক কমিটিতে আরও ১৪ জন কর্মকর্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান, উপ-রেজিস্টার মো. আমিনুল ইসলাম ও মুহাম্মদ আতাউল আজম, সহকারী রেজিস্টার আ.ন.ম. আক্তার উদ্দিন, নাসরিন আক্তার খানম এবং এফ.এম. রেজাউল করিম, সহকারী পরিচালক ও পি.এস টু ভিসি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের অতিরিক্ত পরিচালক এ.কে.এম. আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার, অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন ও তামান্না তাছরিন, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সেকশন অফিসার ইমরুল হাসান, পার্সোনাল অফিসার (এস্টেট) মো. আজিজুল হক ও জুনিয়র লাইব্রেরিয়ান তাহমিনা আক্তার।
নবনির্বাচিত কমিটির সদস্য-সচিব মো. এনামুল হক বলেন, দীর্ঘদিন ধরে কর্মকর্তা পরিষদের কার্যক্রম অনেকটাই স্থবির। একারণে কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনকে সার্বিক সহযোগিতার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।