১৭ বছর পরে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মী সম্মেলন

পবিপ্রবি
  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) দীর্ঘ ১৭ বছর পরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে বিকেল ৫ টা থেকে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী। এছাড়াও যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকুও যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় পবিপ্রবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ  ৩ শতাধিক নবীন সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় দিপু পাটোয়ারী বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ইউনিটে ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। এটাই প্রমাণ করে ছাত্রদল অন্যান্য  ছাত্র সংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না।