কুয়েটে সাধারণ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

কুয়েট
  © টিবিএম ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের  উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত ১০টায় ক্যাম্পাসের শহীদ মশিউর রহমান হল থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের মূলগেটে চৌগাছা -চূড়ামনকাঠি রোড ব্লক করে বিক্ষোভ জানাই  শিক্ষার্থীরা । এসময় শহীদ মশিউর রহমান হল ও মুন্সি মেহেরুল হলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এসময় তারা কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ''সন্ত্রাসীরা কুয়েটে যে সন্ত্রাসী হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আন্দোলনে স্পিরিট এখনো শেষ হয়নি যারাই স্টুডেন্টরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করবে আমরা সবাই শিক্ষার্থীরা সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার। ছাত্রদল আপনারা ছাত্রলীগের থেকে শিক্ষা গ্রহণ করুন আপনার যদি ছাত্রলীগের মত ট্যাগের রাজনীতি করতে চান নিরীহ শিক্ষার্থীদের ট্যাগ দিয়ে গণহত্যা  চালাতে চান তাহলে জেনে রাখুন শিক্ষার্থীরা সব সময় সোচ্চার রয়েছে। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার  ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর তা নাহলে যবিপ্রবিতে যে আন্দোলন শুরু হয়েছে তা সারাদেশে ছড়িয়ে যাবে।''

এ সময় শিক্ষার্থীরা না না স্লোগানে প্রতিবাদ জানাই- শিক্ষা না সন্ত্রাসী, শিক্ষা শিক্ষা, কুয়েট তোমার ভয় নেই রাজপথ ছাড়ি নাই,অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক একশন ছাত্রদলের বিরুদ্ধে ডাইরেক একশন, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ দিল্লি না ঢাকা ঢাকা, ঢাকা ''স্লোগানে প্রতিবাদ জানাই।