রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনী

রবীন্দ্র
  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আলোকচিত্র ও ভিডিওচিত্র।
 
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত তারুন্যের উৎসবে আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। 

এসময় দেশব্যাপী ফ্যাসিস্ট সরকারের চালানো নৃশংসতা, শিক্ষার্থীদের ফ্যাসিবাদের বিরোধী আন্দোলন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে দেখতে আসা এক শিক্ষার্থী জানায়, "এই প্রদর্শনী দেখে আমি গভীরভাবে নাড়া খেয়েছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের নির্মম সত্যগুলো সামনে আসায় আবারও মনে গভীরভাবে একটা দাগ কাটল।"

শিক্ষার্থী রায়হান উদ্দীন জানান, “আমরা এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সামনে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সত্য ঘটনাগুলো তুলে ধরতে চেয়েছি। ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ, আর এই আলোকচিত্র ও ভিডিওচিত্র আমাদের সেই লড়াইয়ের সাক্ষ্য বহন করে। আমাদের লক্ষ্য শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের সচেতন ও সংগঠিত করা।”

জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লীগের সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত হয়েছে তারুণ্য উৎসব। এই উৎসবে জুলাই অভ্যুত্থানের নৃশংসতা তুলে ধরেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।