রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন

রবীন্দ্র
  © সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাইউম উল হাসান এর সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো: আরিফুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত।

এ সময় বক্তারা দলের কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং জাতীয়তাবাদী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সুসংগঠিত হওয়ার পরামর্শ প্রদান করেন।

ছাত্রদল কর্মী মোঃ পিয়াস উদ্দিন বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন ধারার ছাত্ররাজনীতি ও মেধাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রধান লক্ষ্য। উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থা বর্তমান আধুনিক বিশ্বের সাথে  তাল মিলিয়ে চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য  কাজ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী সাদ্দাম (সমাজবিজ্ঞান), পিয়াস উদ্দিন (ম্যানেজমেন্ট), হাবিবুর রহমান হাবিব আদনান (সমাজবিজ্ঞান), মাহফুজ সমুদ্র (বাংলা),হৃদয় সরকার (সংগীত), হৃদয় গাজী (সমাজবিজ্ঞান) উপস্থিত ছিলেন।