রাবিপ্রবিতে অনুষ্ঠিত হলো অমর একুশে বইমেলা

রাবিপ্রবি
  © সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২১শে ফেব্রুয়ারি  এবং  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "একুশের চেতনায় বর্ণ,বর্ণে বর্ণে সম্প্রীতি" স্লোগানকে সামনে রেখে 'রাবিপ্রবি অমর একুশে বইমেলা' উদযাপিত হয়েছে । মাতৃভাষার প্রতি ভালোবাসা, বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(রাবিপ্রবিসাস) এই আয়োজন করেছে।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯ ঘটিকার সময় রাবিপ্রবির  অস্থায়ী শহিদ মিনারের পাশে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। 

উদ্বোধনের সময়  উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বলেন, "এই আয়োজন অনেক তাৎপর্যপূর্ণ আয়োজন। যতদিন যাচ্ছে আমরা বই থেকে দূরে সরে যাচ্ছি। বই জ্ঞানের আকর। নিজেকে চেনার, নিজের আকাশকে বোঝার সর্বোচ্চ মাধ্যম হচ্ছে বই। আমরা আমাদের নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে চাই।"

এসময় তিনি সকলকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পাঠ্যসূচির সাথে জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন বই পাঠের উপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে রাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো: আয়নুল ইসলাম জানান,"আমরা চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কালচারটি ছিল না সেটি প্রতিষ্ঠিত করার, বইমেলা আমাদের অন্যতম প্রধান জাতীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক উৎসব। রাবিপ্রবির মতো বৈচিত্র্যপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ে অতীতে বইমেলার আয়োজন হতো না। আমরা চাই আমাদের আয়োজনের মাধ্যমে যে ধারা তৈরি হয়েছে সেটি অব্যাহত থাকবে। বইমেলা পাঠকদের জ্ঞানচর্চা ও সাহিত্যপ্রেম জাগিয়ে তুলবে বলে আশা করছি।"

একুশের চেতনা ধারণ করে রাবিপ্রবির এই আয়োজন গবেষণা, জ্ঞানচর্চা এবং পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।