ইবির ফলিত রসায়ন বিভাগের ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত
- মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৬ষ্ঠ বারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. শরিফ মো. আল রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: শাহনেওয়াজ রশিদ। আরো উপস্থিত ছিলেন দেশ ও দেশের বাহির থেকে আগত বিভাগটির অ্যালামনাই, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগটির শিক্ষার্থী নয়ন শেখ ও রাফিয়া রিমা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অনেকে এই বিশ্ববিদ্যালয়কে ট্যাগ লাগানোর চেষ্টা করে এটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়, আবার কেউ কেউ বলেন এটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আবার কেউ কেউ বলেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। কিন্তু আন্তর্জাতিক করণের কিছুই দেখিনা! আমরা এই বিশ্ববিদ্যালয়কে পূর্বের ইতিহাস ঐতিহ্যে ফিরিয়ে আনতে চাই। এক্ষেত্রে অ্যালাইমনাইদের ভূমিকা অনস্বীকার্য। অন্য কেউ নয়,শুধু মাত্র অ্যালামনাইরাই পারবে এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে। অ্যালামনাইয়ের সাথে বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের একটি সম্পর্ক রয়েছে। আমরা সকলে মিলে এই বিশ্ববিদ্যালয়কে সুুউচ্চ আসনে নিয়ে যাবো ইনশাআল্লাহ।"