ইবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায়
- মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতি'র নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ সরোবরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি আকিল আখতাব রেজওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম.নাজমুল হুদা ও গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মো: মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদকসহ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সোহানুর রহমান শাওন ও আয়েশা সিদ্দিকা চমকের যৌথ সঞ্চালনায় সংগঠনটির সভাপতি আকিল আখতাব রেজওয়ান বলেন, "আজকের এই প্রোগ্রামটা আমাদের ক্যাম্পাসের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। আমাদের বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রাজশাহীর নবীন শিক্ষার্থীদের রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা বিদায় নিচ্ছেন তাদের জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"
এসময় অধ্যাপক এ.কে.এম.নাজমুল হুদা বলেন, আজ যারা চলে যাচ্ছো তারা ভাববে, আমার কোনো সমস্যা হলে পিছনে অনেক ভাই-বোন আছে, যারা আমাকে সাহায্য করবে। সুতরাং আমি তাদেরকে বলবো সাময়িক এ কষ্টটাকে বরণ করে সামনে এগিয়ে যেতে হবে। জীবনে অনেক চ্যালেন্জ আসবে সেটাকে কিছু মনে করা যাবে না। আমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এখানে এসেছো মনে রাখবে, এটা হলো তৈরি করার জায়গা। নিজেকে কিভাবে তৈরি করবে, এটা তোমাকেই ভাবতে হবে। সবসময় নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।"