ইবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণের সভাপতি হানিফ, সম্পাদক নাঈম

ইবি
  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হানিফ মিয়া  ও সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজার রহমান নাঈমকে মনোনীত করা হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার শর্তে এক বছরের জন্য কমিটির সদস্যগণ এসব দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইকরাম খান তুহিন, সিফাতুল ইসলাম, শাওন খান, ইসনাইন ভূইয়া মুকুল, আতিকুর রহমান, শাওন ভূঁইয়া তপু, তৈয়্যবা আক্তার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাঈম মিয়া, টুটুল কাজল, মোঃ জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক সোহরাব উদ্দিন আহম্মেদ, ইউসুফ আহমেদ, আরমান হোসেন জয়, সুমাইয়া ফাহমিদা, দপ্তর সম্পাদক ফাহমিদুল সিফাত, প্রচার সম্পাদক নূর-ই-আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোশারফ।

নব-মনোনিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নাঈম বলেন, "বিগত কমিটির অসাধারণ নেতৃত্ব এবং অবদানে আমরা সমিতির অগ্রগতি দেখতে পেয়েছি। তাদের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আগামী এক বছর নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য হবে, ছাত্রকল্যাণ সংক্রান্ত সকল কার্যক্রমকে আরো গতিশীল এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা। বিশেষ করে, আমরা নতুন প্রজন্মের ছাত্রদের জন্য সুশিক্ষা, ধর্মীয় এবং সামাজিক দিক থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা নিচ্ছি, যাতে তারা সমিতির কার্যক্রমের মাধ্যমে নিজেদের জীবনকে আরও সমৃদ্ধ ও সৃজনশীলভাবে গড়ে তুলতে পারে। সকলের সমর্থন ও সহযোগিতা আমাদের শক্তি এবং সফলতার চাবিকাঠি হবে।"

নব-মনোনিত সভাপতি মো: হানিফ মিয়া বলেন, 'নরসিংদী  জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠনের সভাপতির  দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো ও দায়িত্ব পালনে সকলকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য আহবান করা হলো।"