নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডান্স ফেস্টের ২য় আসর
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ PM

দেশ-বিদেশের বিখ্যাত নৃত্যশিল্পীদের অংশগ্রহণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের আয়োজনে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো 'ডান্স ফেস্ট-২০২৫'।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে সন্ধ্যা ৬টায় উৎসবটি শুরু হয়। যেখানে চলে লোক নৃত্য, ক্লাসিকাল নৃত্য, আদিবাসী নৃত্য, কনটেম্পোরারি, হিপহপ এবং আধুনিক ঘরানার নৃত্য। আয়োজনে পুরো সময় ধরে দর্শকদের মাতিয়ে রাখেন ডান্স ক্লাবের সদস্য ও অতিথি নৃত্যশিল্পীরা।
আয়োজনে অতিথিশিল্পী হিসেবে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয় এবং ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে নৃত্যশিল্পীরা অংশ নেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন উম্মে হাবিবা (হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, ভারত), তন্নি সরকার (ঢাকা বিশ্ববিদ্যালয়), অন্তর দে (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি দল। ডান্স ফেস্ট-২০২৫ এর কো-স্পনসর হিসেবে ছিলো 'স্কিনো' এবং ফুড স্পনসর হিসেবে ছিলো 'বৈতালি'।
ক্লাবটির সভাপতি কৃষ্ণেন্দু কর্মকার বলেন, আমরা চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান শিল্পীদের দেশে ও বিদেশে পরিচিত হওয়ার সুযোগ করে দিতে। এইবারের ফেস্টে সকলের প্রসংশা পেয় খুব ভালো লাগছে। আমাদের লক্ষ্য এই ডান্স ফেস্টকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা।
উল্লেখ্য, নাচে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে ২০২০ সালের ৩ই ফেব্রুয়ারি ডান্স ক্লাব যাত্রা শুরু করে। ২০২৩ সালের ১৬ মে ডান্স ফেস্টের ১ম আসর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উৎসবে মৌলিক নাচের মাধ্যমে ইতিমধ্যেই সারা ফেলেছে ক্লাবটি।