নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজনেস ক্লাবের নবীন বরণ ও নতুন কমিটি গঠন
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর ই ইব্রাহিম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম মুনতাসির।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) "রিক্রুটমেন্ট ২.০" শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের ক্লাবে অন্তর্ভুক্ত ও কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে জয়ন্ত ধর, সহসভাপতি হিসেবে সাইদুল আযম খান রাফি, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো: সামস্ সিয়াম সবুজ, সাংগঠনিক সম্পাদক হিসেবে সানিয়া আক্তার, এবং কোষাধ্যক্ষ হিসেবে সাফিন আহমদ দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির সভাপতি নূর ই ইব্রাহিম আহমেদ বলেন, বিজনেস ক্লাবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। আমরা আরও বেশি বিজনেস কেস স্টাডি, মার্কেট অ্যানালাইসিস এবং ইন্ডাস্ট্রি ফোকাসড ইভেন্ট আয়োজন করব, যাতে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যাগুলোর সমাধানে পারদর্শী হতে পারে।
সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির বলেন, ব্যবসার দুনিয়ায় সফল হতে হলে একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল এক্সপোজার প্রয়োজন। আমরা কর্পোরেট লিডারশিপ, এন্টারপ্রেনিউরশিপ এবং ইনভেস্টমেন্ট রিলেটেড কার্যক্রমের মাধ্যমে সদস্যদের বাস্তবমুখী অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব ২১ জুন ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরু থেকেই শিক্ষার্থীদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।