নোয়াখালীতে হাল্ট প্রাইজ ফাইনালে নেক্সটজেন পায়োনিয়ারের বাজিমাত

বুটেক্স
  © সংগৃহীত

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীতে ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হলো ‘হাল্ট প্রাইজ ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালে। এবারের প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ ছিল এমন একটি সমাধান উপস্থাপন করা, যা প্রতি ডলার আয়ে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করে, যেখানে ৯০ জনেরও বেশি প্রতিযোগী ছিলেন। সেমিফাইনাল রাউন্ড শেষে পাঁচটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

ফাইনালে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল টিম নেক্সটজেন পায়োনিয়ার, টিম ইমপ্যাক্ট নেক্সাস, টিম পিক পারফরম্যারস, টিম ক্যাটালিস্ট ফর গুড এবং টিম ইনোভেটেক্স। প্রতিটি দল তাদের উদ্ভাবনী বিজনেস আইডিয়া ৬ মিনিটের মধ্যে উপস্থাপন করে এবং এরপর বিচারকদের প্রশ্নোত্তরের জন্য ৪ মিনিট সময় পায়। প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন মডার্ন সিনটেক্স লিমিটেডের টেকনিক্যাল জেনারেল ম্যানেজার সপল বড়ুয়া, নাজাহ ফুডস এন্ড ব্যাভারেজ প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার ও সিইও ফাইম নুজাম উস সাকিব এবং আরএনটি (বিডি) লিমিটেড, রিজটু কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ওয়াহিদুল আলম।

অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. আবদুর রকিব, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ব্রাঞ্চ মো. রিয়াজ উদ্দিন, টেক্সবট হাবের চিফ অপারেটিং অফিসার জাকারিয়া আলম জিকু, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর লেকচারার ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ।

চ্যাম্পিয়ন হয় টিম নেক্সটজেন পায়োনিয়ার, যারা তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা দিয়ে বিচারকদের মুগ্ধ করতে সক্ষম হয়। প্রথম রানার্স আপ হয় টিম ক্যাটালিস্ট ফর গুড, আর দ্বিতীয় রানার্স আপ হয় টিম পিক পারফরম্যারস। বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মো. আবদুর রকিব বলেন, "হাল্ট প্রাইজ আমাদের ক্যাম্পাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আয়োজন। শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন আইডিয়া দেখে আমি অভিভূত। এসব আইডিয়াকে আরও উন্নত করা গেলে ভবিষ্যতে দারুণ কিছু স্টার্টআপ তৈরি করা সম্ভব হবে।"

হাল্ট প্রাইজ ক্যাম্পাস ডিরেক্টর মো. জাহিদ হাসান প্রতিযোগিতার সফল সমাপ্তির জন্য অর্গানাইজারদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, "অর্গানাইজারদের প্রচেষ্টা ও নানা মিষ্টি-তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড ২০২৪-২৫ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই যাত্রায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।"

এবারের হাল্ট প্রাইজ ২০২৪-এর টাইটেল স্পন্সর ছিল ইউসিবি ব্যাংক, কো-স্পন্সর ছিল রিজতু লিমিটেড, এবং অন্যান্য স্পন্সর হিসেবে ছিল দ্যা মালেদা গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টেক্সটাইল টুডে, ভোরের কাগজ ও দেশ টিভি। এছাড়া, ই-লার্নিং পার্টনার ছিল ইন্টারএকটিভ কেয়ার, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনিউরস, দ্য টেক্সবট হাব, দ্য এক্সিলেন্স বিডি এবং আইটি পার্টনার ছিল পিপলএনটেক।

ফাইনালে অংশগ্রহণকারী প্রতিটি দলের সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়। সেরা তিনটি দলকে মোট ২০,০০০ টাকার প্রাইজমানি দেওয়া হয়, আর চ্যাম্পিয়ন দল টিম নেক্সটজেন পায়োনিয়ার রিজিওনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।

হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক ইনকিউবেটর প্রোগ্রাম, যা তরুণ উদ্যোক্তাদের সামাজিকভাবে প্রভাবশালী ব্যবসায়িক ধারণা তৈরিতে উৎসাহিত করে।