হল ত্যাগ করার ঘোষণার প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

কুয়েট
  © সংগৃহীত

এবার খুলনা  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হল ত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তাঁদের। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হল ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সিন্ডিকেট। বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্বার বাংলার সামনে এসে শেষ হয়।

এ সময় ছাত্ররা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলন দমিয়ে দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে। জুলাই বিপ্লবের পর এই প্রথম ছাত্র আন্দোলন দমাতে হল বন্ধের ঘোষণা হলো কোনো বিশ্ববিদ্যালয়ের। তারা এই ঘোষণার প্রতিবাদ জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা হল ছাড়বে না বলে জানানো হয়।

কুয়েট অনির্দিষ্টকাল বন্ধ, বুধবার সকালের মধ্যে ছাড়তে হবে হলকুয়েট অনির্দিষ্টকাল বন্ধ, বুধবার সকালের মধ্যে ছাড়তে হবে হল
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় শিক্ষার্থীদের ঝুলিয়ে দেওয়া তালা ভেঙে উপাচার্যের বাস ভবনে প্রবেশের প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে উপাচার্যের বাস ভবনে পুনরায় তালা দিতে গেলে সেখানে অবস্থানরত অন্য শিক্ষকেরা বেরিয়ে এসে বাঁধা দেন। পরে শিক্ষকদের বাঁধার মুখে ছাত্ররা তালা না দিয়ে চলে আসেন। 

সে সময় শিক্ষকেরা জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে তারা একমত। কিন্তু কিছু কিছু শিক্ষার্থী শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে। যা আশানুরূপ নয়। নিশ্চয়ই এর পিছনে তৃতীয় পক্ষ রয়েছে।

এর পরপরই দুর্বার বাংলার সামনে এসে শিক্ষার্থী জানান, শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে তারা উপাচার্যের বাসভবনে তালা দেওয়া থেকে সরে এসেছেন। তবে শিক্ষকেরা তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে এবং নানা অপপ্রচার করছে। তারা তাদের ছয় দফা দাবিতে অনড় রয়েছে।