রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রেজোয়ানুল-টিপু

রাবি
  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে ডক্টরাল গবেষক মো. রেজোয়ানুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসাইন (টিপু)।  

গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিভাগটির শিক্ষকমন্ডলী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।  

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো. ওয়ালিউল হাসান মানিক, মো. রেজাউল করিম (রানা), মো. সানওয়ার হোসেন (মতিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. রুমানাই ইয়াসমিন রুমি, মো. আবদুর রউফ, মো. জাহাঙ্গীর আলম (লিখন), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোশফেকুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মো. মনোয়ারুল কবির, সাংগঠনিক সম্পাদক কমনাশিস রায় শুভ, সমাজ, শিক্ষার্থী ও মানব সম্পদ কল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (লিটন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুন নাহার পিংকি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মো. আশিক উল্লাহ আশিক, তথ্য ও প্রচার সম্পাদক এস কে আজাদুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক কে. এম. মুস্তাফিজুর রহমান (নিশান), মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, আইসিটি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক সৌরভ দত্ত।  

এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসাবে আছেন, জেফারসন চাকমা, মো. মিজানুর রহমান, মোনালিসা পারভিন, মাহমুদুল করিম (সোমেল), মোসা: শিরাজুম মুনিরা তুবা, আইয়ুব আলী, মো. আল আমিন ইসলাম, মো. মনজুর মোরশাদ নাসির উল্লাহ, আরিফুল ইসলাম, মো. আশরাফুল আলম, মিসৌরিন আরা মিম, মো. সোহাগ  

উল্লেখ্য, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পেশাদার নেটওয়ার্ক গঠন এবং বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই কমিটির নেতৃত্বে অ্যাসোসিয়েশন বিভাগের গৌরব ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।