‘রিসার্চ অরবিট’ গোবিপ্রবি শাখার নেতৃত্বে সেলিম-হামিম
- গোবিপ্রবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গবেষণা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘রিসার্চ অরবিট’। বিনামূল্যে গবেষণা শেখানোর লক্ষ্যে কাজ করা এই সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. সেলিম রেজা, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হামিম রহমান আয়ন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মো. গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক ইতু সরকার, কোষাধ্যক্ষ ও যুগ্ম সংগঠনিক সম্পাদক মো. শাহরিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শিহাব বিশ্বাস, কমিউনিকেশন সেক্রেটারি মো. সবুজ হোসেন, প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকাশনা সম্পাদক দীপঙ্কর হালদার। এছাড়া গ্রাফিক্স ডিজাইনার হিসেবে মো. মোস্তাফিজুর রহমান ও প্রান্ত বিশ্বাস দায়িত্ব পালন করবেন, আর টেকনিক্যাল টিমে রয়েছেন রাগিব শাহরিয়ার, মো. শাকিল শাহরিয়ার ও রেজোয়ানুল হক রাফি।
সভাপতি মো. সেলিম রেজা বলেন, "গবেষণার মাধ্যমে দেশের শিক্ষার্থীদের দক্ষ করে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো, দেশের যে কোনো শিক্ষার্থীকে গবেষণায় আগ্রহী করে তোলা এবং তাদের বিনামূল্যে গবেষণা-সংক্রান্ত সহযোগিতা প্রদান করা।"
সাধারণ সম্পাদক মো. হামিম রহমান আয়ন বলেন, "আমাদের মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। আমরা চাই, গবেষণা হোক সবার জন্য উন্মুক্ত এবং সহজলভ্য।"