গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল
- গোবিপ্রবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও মাসটিকে স্বাগত জানিয়ে মিছিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের আল কুরআন কালচার অ্যান্ড স্ট্যাডি ক্লাব এর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এতে ধর্মপ্রাণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে শিক্ষার্থীরা "নারায়ে তাকবির, আল্লাহু আকবার", "আহলান সাহলান মাহে রমাদান", "রমজানের ঘোষণা, অশ্লীলতা চলবে না", "দোকান-পাট খুলবে না", "বদরের মাসের ঘোষণা, বিপ্লবের চেতনা" ইত্যাদি স্লোগান দেন।
এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থী শাহিনুর রহমান বলেন,রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ইবাদত ও নৈতিকতার শিক্ষা নেওয়ার মাস। আমাদের উচিত এই পবিত্র মাসে সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকা এবং ইসলামের মূল শিক্ষাগুলো বাস্তবায়ন করা।"
আরেক শিক্ষার্থী জামিউল আলম জয় বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই র্যালির মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে চাই যেন রমজানের পবিত্রতা বজায় থাকে এবং কেউ অশ্লীলতা বা অন্য কোনো অনৈতিক কাজে লিপ্ত না হয়।"
র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয় এবং শিক্ষার্থীরা মাহে রমজানের সঠিক আদর্শ ও গুরুত্ব বোঝার জন্য বেশি বেশি ইবাদত করার আহ্বান জানান।