জাবিতে জেইউডিও'র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জাবি
  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জেইউডিও’র উদ্যোগে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) "বসন্তের প্রথম ফুল, জ্বলে ওঠো মহাসংগ্রামে" স্লোগানকে ধারণ করে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ৫৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, জেইউডিও’র মডারেটর অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, শিক্ষার্থী কল্যাণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু এবং জেইউডিও’র প্রতিষ্ঠাকালীন সভাপতি মামুন চৌধুরী।  

বিতর্ক কর্মশালার শুরুতে জেইউডিও’র সাবেক সহ-সভাপতি হাসান মাহমুদ সম্রাট "পাবলিক স্কিল ও কমিউনিকেশন স্কিল" বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন। তিনি নবীনদের পাবলিক স্পিকিং, যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির দিকনির্দেশনা দেন। কর্মশালার অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতায় সেরা পাঁচ নবীনকে ক্রেস্ট ও বই প্রদান করা হয়।  

অনুষ্ঠানে জেইউডিও’র সভাপতি মির্জা সাকি’র সঞ্চালনায় আঞ্চলিক বিতর্ক আয়োজন করা হয়, যেখানে নবীন শিক্ষার্থীরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় যুক্তির প্রকাশ ঘটায়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের উৎসাহিত করা হয়।  

অনিষ্ঠানে প্রধান অতিথি ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন,জেইউডিও তার সূচনালগ্ন থেকেই বিতর্কের মাধ্যমে যুক্তিদীপ্ত মানুষ গড়ার মাধ্যমে সমাজে অবদান রাখছে । বিতর্ক অন্যতম একটি ভালো গুণ যা মানুষের ব্যক্তিত্ব, চিন্তা-ভাবনা বিকাশে অবদান রাখে । কাজেই, তোমরা যারা প্রথম বর্ষ থেকেই বিতর্কের সাথে সংযুক্ত করছো নিজেদের, তাদের সবাইকে শুভকামনা জানাই । পাশাপাশি তোমাদের পরিবারকেও ধন্যবাদ জানাই তোমাদের কে বিতর্কের মত ভালো একটি কাজে অংশগ্রহণের সুযোগ করে দেবার জন্য  " 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন " বিতর্ক অন্যতম একটি গুণাবলি যা একজন শিক্ষার্থীকে ভালো- মন্দ বিচার করার ক্ষমতা বাড়িয়ে দেয় । সাহসী করে । আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভাগীয় পর্যায় পর্যন্ত বিতর্ক করেছি । তাই বিতর্কে নিজেকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা আমি নিজেও অনুভব করি । বিতর্ক একটি যুক্তিদীপ্ত সমাজ গঠনে ভূমিকা রাখে  । " 

বিশেষ অতিথি জাফর সাদিক বলেন, "বিতর্ক ভবিষ্যৎ কর্মজীবনে সাহস ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। আমি নিজেও বিতর্কের অভিজ্ঞতা থেকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পেরেছি।"  
 
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের সনদপত্র ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 

প্রসঙ্গত, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।