ধর্ষণের বিচারের দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রাবি
  © টিবিএম ফটো

ধর্ষক ও নিপীড়কদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ  শিক্ষার্থীরা। তারা নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের দাবিও জানিয়েছেন। রবিবার (৯ই মার্চ) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা জানান, ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া জরুরি। যাতে নিপীড়করা ধর্ষণের কথা চিন্তা করলেও ভয় পায়। নারীরা কোথাও আজ নিরাপদ নয়। নারীর নিরাপত্তা ও যথাযথ অধিকার নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজিব বলেন, দেশে আজ গভীর ষড়যন্ত্র ও পরিকল্পিত ভাবে ধর্ষণযজ্ঞ চলছে।এই পরিকল্পনার শিকার হয়  আট বছরের শিশু আসিয়া। এসকল ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের নারীদের অবদান অনেক। আন্দোলন করতে গিয়ে অনেক বোন ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়েছেন। যদি ধর্ষকের বিরুদ্ধে আবারও আরেক টা জুলাই বিপ্লবের প্রয়োজন হয় তাহলে আমরা সেই জুলাই বিপ্লবে জীবন দিতে প্রস্তুত আছি,।অবিলম্বে সকল ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি

হিসাব বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী বৈশাখী দেবনাথ বলেন, আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, যেখানে মাত্র আট বছরের শিশু ও রক্ষা পাচ্ছে না এই ধর্ষকদের কালো থাবা থেকে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশের আইন নারীদের  কতটুকু নিরাপত্তা দিবে। 

তিনি আরোও বলেন,বর্তমান বাংলাদেশে যেভাবে ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে কিন্তু ধর্ষকের কোনো বিচারের খবর পাচ্ছি না। আমরা চাই ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড।  

আমি কে তুমি কে আসিয়া আসিয়া, ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না,ছাত্র সমাজের অ্যাকশন ডিরেক্ট এ্যাকশন,সহ নানা স্লোগানে লোকান্তরিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রায় এক হাজার শিক্ষার্থী সহ শিক্ষাকরা এই আন্দোলন অংশ গ্রহণ করেন