রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কুড়িগ্রাম শিক্ষার্থী সমিতির নেতৃত্বে সিয়াম-শরীফ

রবীন্দ্র
  © ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষার্থীদের সংগঠন "কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যান সমিতি’'র” নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। উক্ত পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের লাবিব শাহরিয়ার সিয়াম এবং শরিফুল ইসলাম। 

শনিবার (৮ মার্চ) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করেছে সংগঠনটি। এর আগে সফলভাবে সংগঠনটির দায়িত্ব পালন করেছেন মো: জুম্মাতুল নাঈম জ্বীম ও মো: আবদুল্লাহ আল মনিরের নেতৃত্বাধীন কার্যকরী পরিষদ।

নবগঠিত পরিষদে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম (সহ-সভাপতি), অনিল কুমার সুজন (যুগ্ম সাধারণ সম্পাদক), শাওন (সাংগঠনিক সম্পাদক), শামীমা আফরোজ সীমা (সাংগঠনিক সম্পাদক), মনজুরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), আসাদুজ্জামান আদেল (কোষাধ্যক্ষ), কামরুল ইসলাম (উপ-কোষাধ্যক্ষ), নাজিয়া হক সূচি (প্রচার ও প্রকাশনা সম্পাদক), শাহেদ আলী শুভ (দপ্তর সম্পাদক), রাশিদা আক্তার মীম (শিক্ষা ও গবেষণা সম্পাদক), মাহিম (ধর্ম বিষয়ক সম্পাদক), তনুশ্রী হেমন্ত (ক্রীড়া সম্পাদক)। এছাড়াও কার্যকরী সদস্যপদ পেয়েছেন হাসানুর, হেমন্ত, দুর্জয়, আশিক, আনিকা, হিমিকা রায়।

এসোসিয়েশনের সকল সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত সভাপতি লাবিব শাহরিয়ার সিয়াম বলেন, “কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় সম্মানিত উপদেষ্টা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুদূর কুড়িগ্রাম থেকে প্রতিবছর বিভিন্ন শিক্ষার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। নতুন পরিবেশে তারা আবাসনসহ যেসকল সমস্যার সম্মুখীন হয় তা মোকাবেলায় আমরা তাদের পাশে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। এছাড়াও আমাদের জেলার বৈচিত্র্যময় সংস্কৃতি সবার মাঝে তুলে ধরতে ও সবার সাথে ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাব।”

এছাড়াও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব। আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে। এছাড়াও  দেশবাসী ও কুড়িগ্রাম জেলায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা সবসময়ই কাজ করে যাব।”