সারাদেশে ধর্ষণের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল
- আশরাফুল আলম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ১১ মার্চ ২০২৫, ০২:০৯ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককাইনবি) সারাদেশেধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল করলো ছাত্রদল। সোমবার (১০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল আয়োজন করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিতরকার রাস্তা গুলো প্রদক্ষিণ করে দ্বিতীয় ফটক হয়ে বটতলা পর্যন্ত যায়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা মশাল হাতে নিয়ে 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো'; 'ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবেনা'; 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই'; 'আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠায় নাই'; 'অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন'; 'ধর্ষকদের শাস্তি,মৃত্যু মৃত্যু '; 'তুমি কে আমি কে, আছিয়া আছিয়া' ইত্যাদি বিপ্লবী স্লোগান দেন।
এ সময় নেতাকর্মীরা ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে আহ্বান জানান এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। সেই প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ মশাল মিছিলের আয়োজন করে।